Logo Logo

শরীয়তপুরে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


Splash Image

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন আনু সরকারের গ্রামে অবৈধভাবে ক্যাবল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরিদ গাজী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে শাহজালাল সরদারের বাসায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ গাজী চরসেনসাস ইউনিয়নের গাজী কান্দি গ্রামের শামসুল গাজীর ছেলে। তিনি তার আত্মীয় শাহজালাল সরদারের নতুন ভবনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। কিন্তু পথিমধ্যে অটোরিকশায়ই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, শাহজালাল সরদারের বাসায় ফরিদ গাজী বৈদ্যুতিক খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ টানছিলেন। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি খুঁটিতে ঝুলে পড়েন। পরে স্থানীয় লোকজন ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে তাকে নিচে নামায়।

এ বিষয়ে স্থানীয় ইলেক্ট্রিশিয়ান আবুল হোসেন বলেন, “এই কাজটি সম্পূর্ণ অবৈধ ছিল। খুঁটিতে প্রায় ৬৩৫০ ভোল্টের পাইপ লাইন ঝুলানো ছিল, যা আমাদের কোনো স্টাফ করেনি। তাছাড়া নতুন ভবনে বৈদ্যুতিক সংযোগ নিতে হলে অবশ্যই বিদ্যুৎ বিভাগের অনুমতি নিতে হয়।”

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন, অনুমতি ছাড়া বাড়িতে বিদ্যুৎ লাইন টানায় এমন দুর্ঘটনা ঘটেছে। তারা বাড়িওয়ালা শাহজালাল সরদারের দায়িত্বহীনতার প্রতিও ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদক- মোঃ মামুন, শরীয়তপুর।।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...