প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি
বিজ্ঞাপন
বুধবার (২৯ অক্টোবর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, সভায় প্রধান উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় সম্ভাব্য অপপ্রচার মোকাবিলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশের ভেতর থেকে এবং বাইরে থেকে পরিকল্পিতভাবে নানা ধরনের অপপ্রচার চালানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হবে। এসব অপপ্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা প্রতিহত করতে হবে, যেন তা ছড়াতে না পারে।”
অধ্যাপক ইউনূস আরও বলেন, “আগামী নির্বাচনকে সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর করতে হলে জনগণের কাছে পৌঁছাতে হবে। ভোটকেন্দ্রের নিয়ম, ভোট প্রদান পদ্ধতি, বিশৃঙ্খলার সময় করণীয়— এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।”
এ সময় তিনি নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও কনটেন্ট তৈরির নির্দেশ দেন। এসব কনটেন্ট যেন দ্রুত ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়, সে বিষয়েও জোর দেন তিনি।
প্রধান উপদেষ্টার মতে, এসব উদ্যোগের মাধ্যমে জনগণ নিজেরাই নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে সচেতন ও প্রস্তুত হতে পারবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...