Logo Logo

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক


Splash Image

লক্ষ্মীপুরের রায়পুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের কেরোয়া গ্রামের পুরান বাড়ির পশ্চিম পাশে অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন


আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জাফর আহম্মেদ তুহিন (৩৮)। অভিযানের সময় তার কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তুহিনের সঙ্গে থাকা তার সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইকেল ও মিরাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছে। তিনি জানান, “রায়পুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তুহিন ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, আটক তুহিন ও তার মা পুলিশের কাজে বাঁধা দেওয়ায় মা ও ছেলের বিরুদ্ধে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল রায়পুর থানা পুলিশের এ সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া এবং পুলিশের পুরো টিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক অভিযানের মাধ্যমে রায়পুর শিগগিরই মাদকমুক্ত হবে।

প্রতিবেদক- মাহামুদ সানী, লক্ষ্মীপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...