Logo Logo

সাংবাদিককে হেনস্তা: নিলক্ষিয়া কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত দাবি


Splash Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নিলক্ষিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ রঞ্জুর অশোভন ও অপমানজনক আচরণে স্থানীয় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। এ ঘটনার তদন্ত দাবি উঠেছে সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে।


বিজ্ঞাপন


ঘটনাটি ঘটে বুধবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে। জানা যায়, জাতীয় দৈনিক ভোরের বাণী পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি ও মাস্টার্স অধ্যয়নরত তরুণ সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম (বয়স ২৮) দুপুরে কলেজে গিয়ে দেখেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও, কলেজটি আগেই বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি জানার জন্য সাংবাদিক আমিনুল ইসলাম অধ্যক্ষ রঞ্জুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তিনি একাধিকবার কল করলেও অধ্যক্ষ ফোন রিসিভ করেননি। পরে অধ্যক্ষ নিজেই ফোন করে সাংবাদিককে তিরস্কার করেন এবং ‘নিয়ম না জানা’ বলে অপমান করেন।

অভিযোগ রয়েছে, কথোপকথনের এক পর্যায়ে অধ্যক্ষ রঞ্জু সাংবাদিককে একাধিকবার “সাংঘাতিক” শব্দ ব্যবহার করে অপমান করেন। এমনকি এর আগেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সাংবাদিককে একই শব্দে দুইবার ব্যঙ্গ করে মন্তব্য করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিলক্ষিয়া পাবলিক কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল মাত্র ১৩ শতাংশ। ওই বিষয়ে সাংবাদিক আমিনুল ইসলাম ফেসবুকে সমালোচনামূলক একটি পোস্ট দেওয়ার পর থেকেই অধ্যক্ষ তার প্রতি ক্ষুব্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জামালপুরের স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “একজন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের মুখে এমন অশোভন ও অবমাননাকর ভাষা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের প্রতি এমন আচরণ শিক্ষার পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।”

তারা প্রশাসনের কাছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...