Logo Logo

চট্টগ্রামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ‘জুলাইযোদ্ধাদের’ মারধর, আহত ১০


Splash Image

চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের “জুলাই যোদ্ধা” পরিচয়ে দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)।

চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা আহতদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য ও সংগঠনের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় গণমাধ্যমকে জানান, “বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্ট সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ধারণ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। খেলা দেখতে যাওয়া সাধারণ দর্শকরাসহ অন্যরা এর প্রতিবাদ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন জুলাইযোদ্ধা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।”

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের নাম–ঠিকানা যাচাই করা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...