Logo Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণ ও ফি বৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন


Splash Image

“সংস্কার যদি টাকা হয়, সে সংস্কার শিক্ষার্থীর নয়”—এই স্লোগানকে সামনে রেখে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে গোপালগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার সকাল ১১টায় কলেজের মূল ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্টুডেন্ট হেল্প অর্গানাইজেশন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করা হয়েছে, যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার। এখানে আর্থিক বাধা সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে সতর্ক করেন।

মানববন্ধনে গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...