বিজ্ঞাপন
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আয়োজক কমিটি স্কুলের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানটি শুধু একটি মিলনমেলা নয়, এটি বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও শিক্ষাগত গৌরব উদযাপন করার একটি সুযোগ।
ফরিদপুর জিলা স্কুল বাংলাদেশের ফরিদপুরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৪০ সালে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট এডগার এফ. লুথার 'ইংলিশ সেমিনারি স্কুল' নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৮৫১ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং ব্রিটিশ সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। সেই সময়েই বিদ্যালয়ের নতুন নাম রাখা হয় ‘ফরিদপুর জিলা স্কুল’।
বিদ্যালয়টি দেশের অনেক গুণী ও খ্যাতনামা ব্যক্তিত্বের শিক্ষার মাঠ হিসেবে পরিচিত। এদের মধ্যে উল্লেখযোগ্য – পল্লীকবি জসীম উদ্দীন, শিক্ষাবিদ আ. ন. ম. বজলুর রশীদ, রাজনীতিবিদ অম্বিকাচরণ মজুমদার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম সামছুল হুদা, কবি সুফি মোতাহার হোসেন, কণ্ঠশিল্পী মাহমুদুন্নবী, চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার ও চলচ্চিত্র অভিনেতা রিয়াজ।
উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, পুরনো ছবি ও দলিল প্রদর্শনীসহ নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাক্তন ছাত্ররা আশা প্রকাশ করেছেন, এই মিলনমেলা স্কুলের নবীন শিক্ষার্থীদের জন্যও একটি প্রেরণার উৎস হবে।
আয়োজক কমিটি জানিয়েছে, দুইদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে আগ্রহী প্রাক্তন ছাত্ররা তাদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
ফরিদপুর জিলা স্কুলের দীর্ঘ শিক্ষাজীবন ও গৌরবময় ইতিহাসকে সামনে রেখে ১৮৫তম বর্ষ উদযাপন এবং প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা শিক্ষা ও সংস্কৃতির একটি প্রাণবন্ত উদাহরণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...