Logo Logo

রাজবাড়ীর জন্মান্ধ গফুর মল্লিকের পাশে ‘আমরা বিএনপি পরিবার’


Splash Image

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলা বাড়িয়া গ্রামে জীবনের শেষ প্রান্তে এসেও সংগ্রাম করা জন্মান্ধ গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসলাম মিয়া সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, এই সহায়তা প্রদানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে “জীবনের শেষ প্রান্তে বেঁচে থাকার লড়াইয়ে অন্ধ গফুর!” শিরোনামের সংবাদটি নজরে আসার পর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে দ্রুত গফুর মল্লিকের পরিবারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

বিএনপির এই উদ্যোগ গফুর মল্লিকের পরিবারের প্রতি সহমর্মিতা ও সামাজিক দায়বোধের পরিচয় হিসেবে গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্য।

স্থানীয়রা বলেন, এই উদ্যোগ গফুর মল্লিকের জন্য নতুন প্রেরণার সঞ্চার করেছে।

প্রতিবেদক- স্বপন বিশ্বাস, রাজবাড়ী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...