Logo Logo

আন্দোলনকারী ছাত্রীদের পোশাক নিয়ে ইবি শিক্ষকের আপত্তিকর মন্তব্য


Splash Image

ছবি: সংগৃহীত।।


বিজ্ঞাপন


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্দোলনকারী ছাত্রীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন মিঝি। তাঁর ওই মন্তব্যের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ওই শিক্ষকের শাস্তির দাবি জানান।

জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ‘আবদুল্লাহ বিন আসাদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ৪ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের ওই অডিওটি প্রকাশ করা হয়। এতে অধ্যাপক নাছির উদ্দীনকে ক্ষুব্ধ কণ্ঠে সাজিদ আবদুল্লাহ হত্যার বিচার দাবিতে আন্দোলনকারী এক ছাত্রীকে শাসাতে এবং আন্দোলনরত নারী শিক্ষার্থীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং পরদিন সকালেই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

অডিও ফাঁসের ঘটনায় সমালোচনার মুখে অধ্যাপক নাছির উদ্দীন সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “আমি বিভাগের সভাপতি হিসেবে সাজিদ আবদুল্লাহর হত্যার বিচার চেয়ে সক্রিয়ভাবে কাজ করেছি। কিন্তু এক সহকর্মী ও ছাত্রের সঙ্গে কথা বলার সময় অসাবধানতাবশত কিছু শব্দচয়নে ভুল হয়েছে। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।”

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন শেষে উপাচার্যের কাছে পাঁচ দফা দাবিনামা পেশ করেন। তাঁদের দাবির মধ্যে ছিল অধ্যাপক নাছির উদ্দীনের বরখাস্ত, সাজিদ আবদুল্লাহ হত্যার দ্রুত বিচার, আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি গঠন ও শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার সুরক্ষিত রাখা।

স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “ভবিষ্যতে কোনো শিক্ষক যেন এ ধরনের বক্তব্য না দেন, সে বিষয়ে আমরা নিশ্চিত থাকব। লিখিত অভিযোগ পেলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...