Logo Logo

ববিতে BURHES এর উদ্যোগে 𝗨𝗡𝗟𝗢𝗖𝗞𝗜𝗡𝗚 𝗚𝗟𝗢𝗕𝗔𝗟 𝗢𝗣𝗣𝗢𝗥𝗧𝗨𝗡𝗜𝗧𝗜𝗘𝗦: 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 𝗼𝗻 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵, 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 & 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 অনুষ্ঠিত


Splash Image


বিজ্ঞাপন


বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি (BURHES) এর উদ্যোগে নবাগত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো“𝗨𝗡𝗟𝗢𝗖𝗞𝗜𝗡𝗚 𝗚𝗟𝗢𝗕𝗔𝗟 𝗢𝗣𝗣𝗢𝗥𝗧𝗨𝗡𝗜𝗧𝗜𝗘𝗦: 𝗪𝗼𝗿𝗸𝘀𝗵𝗼𝗽 𝗼𝗻 𝗥𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵, 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵 & 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀”নামক দুই দিনব্যাপী কর্মশালা।

গত ২৮ ও ২৯ শে অক্টোবর বিশ্ববিদ্যালয়টির কীর্তনখোলা কনফারেন্স হলে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় গবেষণা, বিদেশে উচ্চশিক্ষা অর্জন এবং ইংরেজিতে উন্নতি করার বিষয়ে খুঁটিনাটি শেখানো হয়।

উক্ত দুই দিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.রাহাত হোসেন ফয়সাল। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পরমিতা বোস এবং কানাডা থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মাসুদ।

দুই দিন ব্যাপী এই কর্মশালায় সংগঠনটির নবাগত সদস্যদের উৎসাহ ও উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতে দেখা যায়।

সংগঠনটির সভাপতি নুসরাত জাহান বলেন, দুই দিন ব্যাপী এই কর্মশালায় নবাগত শিক্ষার্থীদের মধ্যে দেখা গিয়েছে অনন্য উৎসাহ, কৌতূহল ও সক্রিয় অংশগ্রহণ। দুই দিনব্যাপী তারা উপস্থিত থেকেছে, সম্পূর্ণ সময় উপভোগ করেছে এবং প্রত্যেক সেশনেই আগ্রহের সাথে যুক্ত থেকেছে। পরবর্তীতে ফিডব্যাক সেশনে তাদের মতামত ছিল অত্যন্ত ইতিবাচক , যা আমাদের ভবিষ্যৎ কার্যক্রমেরং জন্য এক অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, এই অনুষ্ঠানটি ছিল এক অর্থে এক নতুনধারার - যেখানে শিক্ষার্থীরা শুধু অনেক নতুন জ্ঞান অর্জন করেইনি, সাথে আনন্দও পেয়েছে। আমাদের সংগঠনের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা পেয়েছে এবং ভবিষ্যতে কীভাবে এই সংগঠনের মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারবে, সে সম্পর্কেও অনুপ্রাণিত হয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও নবীন শিক্ষার্থীদের জন্য এমন আরও সৃষ্টিশীল, জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...