Logo Logo

আপনাদের এই স্নেহ আমার শক্তি এবং অনুপ্রেরণা : আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল


Splash Image

বাংলাদেশের মানুষের ভালোবাসা ও দোয়াই বিএনপির আগামী পথচলার মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।


বিজ্ঞাপন


তিনি বলেন, “আপনাদের এ স্নেহ আমার একটি শক্তি এবং আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা বাংলাদেশের মানুষের কাছে এই ভালোবাসাটাই চাই, এই দোয়াটাই চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে মানুষের জন্য জীবন দিয়ে কাজ করেছেন এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও অসুস্থতা ও বৃদ্ধাবস্থার মধ্যেও অন্যায়ভাবে জেল খেটে বাংলাদেশের মানুষের জন্য কেঁদেছেন—তাঁর মতো নেত্রীই বারবার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং দেশের কল্যাণে কাজ করেছেন।”

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে দুলাল বি.এস.সি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এবং সঞ্চালনা করেন কৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সজিব মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভিপি মাহমুদুল হক, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মফিজ উদ্দীন মেম্বার, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল হক জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়েজিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফিউদ্দীন আকন্দ করুন এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু-সহ আরও অনেকে।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...