Logo Logo

নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে : সারোয়ার তুষার


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে, দ্রুতই শাপলা ফুটবে। তাই কালক্ষেপণ না করে এনসিপির প্রতীক শাপলা বরাদ্দ দিন।”


বিজ্ঞাপন


শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, “জুলাই সনদ পদ্ধতি বাস্তবায়নের আগেই জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক মহাপ্রতারণা করা হয়েছে। সেখানে নাগরিক পার্টি অংশগ্রহণ করেনি। কারণ, জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষর করতে পারি না।”

তিনি আরও বলেন, “শাপলা-কলি দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে এনসিপি শিশুদের দল। কিন্তু গত ১৭ বছর রাজনীতি ও গণমাধ্যমে তারা কোথায় ছিল? এই ‘বাচ্চাদের ডাকেই’ স্বৈরাচার পতন হয়েছে।”

তার মতে, জাতীয় নাগরিক পার্টি যদি সংস্কারে অনড় না থাকত, তাহলে বাংলাদেশে কোনো সংস্কারই হতো না। বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়া এখন অনিশ্চিত হয়ে পড়েছে। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে জাতীয় সংসদ প্লাজায় যে তামাশা করা হয়েছে, তা হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।

সারোয়ার তুষার বলেন, “জাতীয় নাগরিক পার্টির চাপের মুখে জুলাই সনদ ‘হ্যাঁ’ ভোটে পাস হবে। তাই বিএনপি এখন ‘না’ ভোটের যে প্রচারণা চালাচ্ছে, তাদের ভুল ভাঙবে। সাংগঠনিক শক্তির ভয় দেখাবেন না— বিএনপির চেয়ে আওয়ামী লীগের শক্তিও কম ছিল না। সেই আওয়ামী লীগও ছাত্র-জনতার হাতে পরাজিত হয়েছে। জুলাই সনদের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করবেন না।”

আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, “গুপ্ত হামলা চালিয়ে কোনো লাভ হবে না। নির্বাচন কমিশন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে— দ্রুতই শাপলা ফুটবে। তাই কালক্ষেপণ না করে এনসিপির প্রতীক শাপলা বরাদ্দ দিন। গণতন্ত্র ধ্বংসের কারসাজিতে আওয়ামী লীগের পরেই জাতীয় পার্টি দায়ী। বৃহত্তর ফরিদপুরে নৌকার বিকল্প প্রধান দল হবে এনসিপি।”

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন।

এনসিপির নগরকান্দা উপজেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় আরও বক্তব্য দেন— এনসিপির মাদারীপুর জেলা প্রধান সমন্বয়কারী শহিদুল হাওলাদার, রাজবাড়ী জেলা সমন্বয়কারী ও সিটি নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জামিল হোসেন হৃদয়, রাজবাড়ী জেলার এনসিপি নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং ফরিদপুর জেলা যুগ্ম আহ্বায়ক সাইফ খান প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...