বিজ্ঞাপন
সকালেই উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র্যালি এবং পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে (বজ্রকণ্ঠে) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া, এবং সঞ্চালনা করেন সহকারী পরিদর্শক বাসুদেব ব্যানার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলার সকল সমবায় কর্মকর্তা, বিভিন্ন এলাকার সমবায়ি এবং মাঠ কর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কার্যক্রমের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচন সম্ভব হচ্ছে। সমবায়ীরা কেবল নিজেদের স্বাবলম্বী হন না, বরং পরিবার, সমাজ ও দেশকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতেও সহায়তা করেন। তারা আরও বলেন, গণমুখী সমবায় সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা এবং সুখী-সমৃদ্ধ জাতি গড়তে সমবায়ীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার সমাপ্তিতে সমবায় সমিতির সাতজন উপকারভোগীর মাঝে ঋণ চেক বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...