Logo Logo

নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


Splash Image

শেরপুরের নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, পেঁয়াজ ও মসুরের বীজ বিতরণ করা হয় উপজেলার মোট ৩৪৪০ জন কৃষকের মাঝে। এর মধ্যে ৩২০০ জন কৃষক পেয়েছেন প্রতি জনে ১ কেজি সরিষা বীজ, ২০০ জন কৃষক পেয়েছেন ২০ কেজি করে গমের বীজ, ৩০ জন কৃষক পেয়েছেন ১ কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি করে মসুর বীজ। এছাড়া সকল কৃষককে ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

বীজ ও সার বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা, প্রান্তিক কৃষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...