Logo Logo

মুক্তির লড়াই কোন আইন বা সংবিধান মেনে হয় না : ব্যারিস্টার ফুয়াদ


Splash Image

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, "১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম কোনো আইন বা সংবিধানের ভিত্তিতে হয়নি, বরং ছিল মানুষের মুক্তির আকাঙ্ক্ষার ফল।" তিনি আরও উল্লেখ করেন, দেশের সাধারণ জনগণ মুক্তির লড়াইয়ে অংশ নিয়েই স্বাধীনতা অর্জন করেছিল।


বিজ্ঞাপন


রবিবার (২ নভেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার পর দেশে দুর্বৃত্তায়নের কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ঠিক তেমনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে জনগণ শুরুতে সক্রিয় না হলেও পরে সকল শ্রেণি-পেশার মানুষ যুক্ত হয়ে মুক্তির আন্দোলন সফল করেছে।

তিনি বলেন, "২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনেও কোনো সংবিধান বা আইন নয়, বরং ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ঐক্যই ছিল ফ্যাসিবাদী সরকারের পতনের মূল শক্তি।"

তিনি মন্তব্য করেন, গণঅভ্যুত্থানে কারও একার কৃতিত্ব নেই—রিকশাচালক, বৃদ্ধা মা, পথচারী, দারোয়ান—সবাই এই আন্দোলনের অংশ ছিলেন।

সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, "ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এমনভাবে দেশকে আগ্রাসন করেছে যে প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনীর অনেক কর্মকর্তা দেশ ছেড়ে শত্রু দেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের এই অপতৎপরতার কারণেই দেশ এখন হুমকির মুখে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ জানান, এবি পার্টি ইতোমধ্যে দেশের ৩০০ আসনের মধ্যে ১০৯ আসনে প্রার্থী ঘোষণা করেছে।

তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, "জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে দলীয় সরকারের অধীনে কোনো অর্থবহ গণভোট সম্ভব নয়।"

এছাড়া, তিনি সংসদীয় কাঠামোর সমালোচনা করে বলেন, "উচ্চকক্ষ-নিম্নকক্ষের বিভাজন করলে সংসদ সদস্যরা গরুর বাজারের মতো দরকষাকষি শুরু করবে।"

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, "আমরা আগামী সরকারের অংশীদার হবো না, আমরা রাজনীতি করবো—সবাই মিলে কাংলাদেশ (কল্যাণমুখী বাংলাদেশ) গড়তে চাই।"

সভায় এবি পার্টির ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনের মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জেলা আহ্বায়ক মো. জামাল হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশিরসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...