বিজ্ঞাপন
কর্মশালার প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ অহিদুল আলম, জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও এডিসি, মাগুরা। কর্মশালার সভাপতিত্ব করেন জনাব মোঃ হাসিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর।
কর্মশালার মধ্যে গ্রাম আদালতের কার্যক্রমে সফল ইউনিয়ন হিসেবে ১০ নং শত্রুজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে গ্রাম আদালতের বই ও প্রয়োজনীয় সামগ্রী গ্রহণ করেন।
প্রধান অতিথি মোঃ অহিদুল আলম তার বক্তব্যে বলেন, “মাগুরা জেলাকে সারা বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে দাঁড় করাতে চাই। সেইসাথে বাংলাদেশের আইন-শৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়ন এবং ন্যায্য বিচার গ্রাম আদালতের মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে একযোগে কাজ করে যাচ্ছি। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা ন্যায্য বিচার ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এমন উদ্যোগ ইউনিয়ন পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আরও গতি আনবে, ইনশাআল্লাহ।”
কর্মশালার মাধ্যমে স্থানীয় প্রশাসন এবং ইউনিয়ন কর্মকর্তাদের মধ্যে ন্যায্য বিচার কার্যক্রম পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়গুলো নিয়ে গুরুত্বসহকারে মতবিনিময় করা হয়।
প্রতিবেদক- মো: রাজিব হোসেন, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...