Logo Logo

ছাগলনাইয়ায় ফেসবুক কমেন্টসকে কেন্দ্র করে হামলা, আহত ৩


Splash Image

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সামনেই সাধারণ ছাত্রদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


রবিবার (২ নভেম্বর) বাদ মাগরিব বিদ্যালয়ের অফিসকক্ষে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন একই বিদ্যালয়ের তিন শিক্ষার্থী—ইমরান, শামীম ও অনিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুকে একটি মন্তব্য (কমেন্ট) নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক তাদের মধ্যে সমাধান আনতে অফিসকক্ষে ডাকেন। সমাধান চলাকালে ছাত্রদল নেতা রাহাত উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে ১০-১২ জন বখাটে হাতে চুরি ও খুর নিয়ে অফিসকক্ষে প্রবেশ করে শিক্ষকদের সামনেই ওই ছাত্রদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় তিনজন ছাত্র আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বারইয়ারহাট কম্পোট হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, হামলায় রাহাতের সঙ্গে একই এলাকার মেজবাহ, সাজিদ, শুভ, সজিব ও রুবেলসহ আরও কয়েকজন অংশ নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভুক্তভোগীরা যদি লিখিত অভিযোগ দেন, তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...