Logo Logo

নরসিংদী-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল


Splash Image

বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।


বিজ্ঞাপন


সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে নরসিংদী-৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ঘোষণা করেন।

মনোনয়ন ঘোষণার পরপরই সরদার সাখাওয়াত হোসেন বকুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

তিনি বলেন, “দলীয় নেতৃত্ব আমার প্রতি যে আস্থা রেখেছেন, আমি সেই আস্থা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বেলাবো ও মনোহরদীবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...