বিজ্ঞাপন
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, মাগুরা-১ (শ্রীপুর, সদর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মনোয়ার হোসেন খান, এবং মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর) আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
প্রার্থী ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে দলীয় কার্যালয়গুলোতে আনন্দের বন্যা দেখা যায়; কোথাও কোথাও মিষ্টি বিতরণের খবরও পাওয়া গেছে।
এদিকে প্রার্থীতা ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় মনোয়ার হোসেন খান সবাইকে সংযত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “প্রিয় মাগুরাবাসী, মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল করবেন না। রাজনৈতিক সহযোদ্ধাদের কটাক্ষ করে মন্তব্য বা ফেসবুক পোস্ট করা থেকে বিরত থাকবেন। কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, আমরা মিলেমিশে নতুন বাংলাদেশ নির্মাণ করবো—এটাই আমাদের সবার লক্ষ্য ও উদ্দেশ্য।”
অন্যদিকে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “আগামীর ভোট যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিজয় অর্জন করে মাগুরাকে একটি সমৃদ্ধ, উন্নত ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে হবে। সবাই শান্ত থাকুন, কোনো মিছিল নয়—ঐক্যবদ্ধভাবে ভোট যুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জনই আমাদের লক্ষ্য।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘোষিত দুই প্রার্থীই জেলার রাজনীতিতে অভিজ্ঞ ও জনপ্রিয় মুখ। নির্বাচন ঘিরে মাগুরায় এখন জমে উঠছে রাজনৈতিক তৎপরতা।
প্রতিবেদক- মোঃ রাজিব হোসেন, মাগুরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...