Logo Logo
বাংলাদেশ

ঢাকাইয়া আকবর হত্যা: বড় সাজ্জাদের ভাই-ভাগনে গ্রেপ্তার


ভোরের বাণী

Splash Image

চট্টগ্রামে আলোচিত সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ দুই আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব।


বিজ্ঞাপন


গ্রেফতারকৃতরা হলেন সাজ্জাদের ভাই ওসমান আলী এবং ভাগনে মো. আলভিন।

সোমবার (২৬ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সাজ্জাদের ভাই ওসমান আলীকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ, আর ভাগনে মো. আলভিনকে চান্দগাঁও থানার সিডিএ এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে র‍্যাব-৭। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবং র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর মোজাম্মেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে আলভিনকে গ্রেফতার করা হয় এবং পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতের পশ্চিম পয়েন্টে ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় ঢাকাইয়া আকবরকে একদল দুর্বৃত্ত গুলি করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (২৫ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও র‍্যাব জানিয়েছে, মূল পরিকল্পনাকারীসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিবেদক-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ – স্থগিত পরীক্ষার তারিখ জেনে নিন এখনই
এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ – স্থগিত পরীক্ষার তারিখ জেনে নিন এখনই
নওগাঁর পোরশায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নওগাঁর পোরশায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার