বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) ছাগলনাইয়া থানাধীন পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ আব্দুল হান্নান (২৫)। তিনি ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।
ছাগলনাইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ভারতীয় তৈরি ১৪০ পিস শাড়ীসহ হান্নানকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত শাড়ীগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...