বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে জেলা শহর মাইজদীর নাইস গেস্ট হাউসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. ফরিদ উদ্দিন।
বক্তারা বলেন, নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। মাতৃত্বকালীন সেবা, জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং, প্রসূতি ফিস্টুলা প্রতিরোধ এবং লিঙ্গভিত্তিক সহিংসতার প্রতিক্রিয়া কার্যক্রমের মানোন্নয়ন জরুরি।
তাঁরা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টা কার্যকরী ও উচ্চমানের সিইএমওএনসি (CEmONC) পরিষেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সহায়তা প্রদানের ওপরও গুরুত্ব আরোপ করেন।
সভায় আরও জানানো হয়, ইউএনএফপিএ বাংলাদেশ সরকার ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর সঙ্গে যৌথভাবে সারাদেশে মাতৃত্ব ও প্রজনন স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...