Logo Logo

বগুড়ার শেরপুরে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত


Splash Image

বগুড়ার শেরপুর উপজেলার শাহ্ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় তরুণ ও যুবসমাজের উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় আয়োজিত এই সভায় নির্বাচনী সমর্থন ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন শাহ্ বন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহ্ বন্দেগী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা, বিশিষ্ট ব্যবসায়ী মুজাহিদ পারভেজ, যুবদল নেতা নূরুল ইসলাম নিরব, আমিনুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিকো, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সবুজ হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উঠান বৈঠকে এলাকার তরুণ ও যুবসমাজের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা স্থানীয় রাজনৈতিক কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের প্রতিফলন দেখিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...