Logo Logo

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা


Splash Image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৫ নভেম্বর) চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর আয়োজন এবং কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। সভার সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর উপ প্রধান তথ্য কর্মকর্তা (পরিচালক) মো: সাঈদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান। এসময় তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং গুজব প্রতিরোধ সম্ভব। এছাড়া সাংবাদিকরা উপজেলায় কর্মরত সাংবাদিকদের দুরবস্থা তুলে ধরে জানান, দূর্গম এলাকায় নিউজ কাভার করতে গিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয় এবং অনেক সময় রাতেও ফিরে আসতে হয়। এ ধরনের সমস্যা মিডিয়া হাউজগুলো যথাযথভাবে বুঝতে চায় না। বক্তারা আরও বলেন, মিডিয়া হাউজগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা গেলে সুশাসন প্রতিষ্ঠা আরও সহজ হবে।

মতবিনিময় সভায় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়া কাপ্তাই উপজেলার সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...