বিজ্ঞাপন
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমনের সঞ্চালনায় এবং সভাপতি ফারুক হোসেন মৃর্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির টিম লিডার মিজানুর রহমান (চুন্নু)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান (ফিরোজ), ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলাল, বর্তমান যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম, নেতা মাস্টার মাসুদ হাসান, শ্রী সুনীল মাস্টার, নাঈমুল ইসলাম (হিরন) মোল্লা, লিখন মৃর্ধা, মো. মাহবুব, যুবদল নেতা জহিরুল ইসলাম ও মিজানুর রহমান (মোতালেব) প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্পাদকগণও উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খানকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি দলের ভেতরের মতপার্থক্য ভুলে গিয়ে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...