ফাইল ছবি।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা যায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ (২৬৫) সংসদীয় আসনটি ঐতিহ্যগতভাবে বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এই আসন থেকেই তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
খালেদা জিয়ার জন্মভূমি ফেনী হওয়ায় জেলা জুড়ে এই ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ফেনী জেলা বিএনপির নেতারা মনে করছেন, দীর্ঘদিন পর নিজেদের প্রিয় নেত্রীকে প্রার্থী হিসেবে পেয়ে দল আবারও নব উদ্যমে মাঠে নামবে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের সবচেয়ে নির্যাতিত মজলুম দেশনেত্রী। তাকে ফেনী-১ আসনে প্রার্থী ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে দলের হাই কমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, ফেনীর জনগণ আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার জন্ম ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে। জেলা বিএনপির নেতারা মনে করেন, এই ঐতিহাসিক আসনে খালেদা জিয়ার প্রার্থিতা ফেনী বিএনপিকে নতুন করে ঐক্যবদ্ধ ও উদ্দীপ্ত করবে।
প্রতিবেদক- মশি উদ দৌলা রুবেল, ফেনী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...