Logo Logo

শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীকে সংবর্ধনা


Splash Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।


বিজ্ঞাপন


বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় শহীদ মিনারে তাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর সহধর্মিণী ফরিদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

শুভেচ্ছা গ্রহণ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করে ফাহিম চৌধুরী বলেন, “এ মনোনয়ন শুধু আমার নয়, এটি নালিতাবাড়ী ও নকলার জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমি জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের বিজয়ের জন্য কাজ করতে হবে। দল আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, তাই অতীতের বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার এখনই সময়।”

অনুষ্ঠানে নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বিএনপির সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। বর্তমানে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...