Logo Logo

কোটালীপাড়ায় অবৈধ বাঁধ উচ্ছেদে প্রশাসনের অভিযান, স্বস্তিতে স্থানীয়রা


Splash Image

জনস্বার্থে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহাজাহান সিরাজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


অভিযানটি পরিচালিত হয় উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের তাড়াইল ও রাধাগঞ্জ ইউনিয়নের বুজুর্গকোনা মাদারবাড়ী এলাকার মৎস্য খামারের সামনে। সেখানে কিছু অসাধু প্রভাবশালী মৎস্য খামারী সরকারি খাল, সরকারি ব্রীজের নিচে ও রাস্তার পাশে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন। এসব বাঁধের কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং স্থানীয়দের বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।

অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল মৎস্য খামারীকে সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অবৈধ বাঁধ অপসারণে অভিযান পরিচালনার পর স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত উপজেলার অন্যান্য খাল, বিশেষ করে পুনরায় দখল হয়ে যাওয়া কুশলা–রাধাগঞ্জ খালটি অবমুক্ত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কুশলা–রাধাগঞ্জ খাল দখল নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো পর্যন্ত খালটি অবমুক্ত না করায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসনের এ ধারাবাহিক অভিযানে যেন সকল অবৈধ দখল ও বাঁধ চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ করা হয়।

প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...