বিজ্ঞাপন
অভিযানটি পরিচালিত হয় উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের তাড়াইল ও রাধাগঞ্জ ইউনিয়নের বুজুর্গকোনা মাদারবাড়ী এলাকার মৎস্য খামারের সামনে। সেখানে কিছু অসাধু প্রভাবশালী মৎস্য খামারী সরকারি খাল, সরকারি ব্রীজের নিচে ও রাস্তার পাশে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন। এসব বাঁধের কারণে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয় এবং স্থানীয়দের বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সকল মৎস্য খামারীকে সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
অবৈধ বাঁধ অপসারণে অভিযান পরিচালনার পর স্থানীয় কৃষক, জেলে ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে দ্রুত উপজেলার অন্যান্য খাল, বিশেষ করে পুনরায় দখল হয়ে যাওয়া কুশলা–রাধাগঞ্জ খালটি অবমুক্ত করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, কুশলা–রাধাগঞ্জ খাল দখল নিয়ে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলেও এখনো পর্যন্ত খালটি অবমুক্ত না করায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, প্রশাসনের এ ধারাবাহিক অভিযানে যেন সকল অবৈধ দখল ও বাঁধ চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ করা হয়।
প্রতিবেদক- কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...