Logo Logo

ফেনী বিসিকে অস্বাস্থ্যকর খাবার, অভিযানে ২০ হাজার টাকা দণ্ড


Splash Image

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না দেওয়াসহ একাধিক অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দেবীপুর বিসিক রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলাম জানান, মেসার্স এস.আর.ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর আওতায় এই জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মোড়কে প্রয়োজনীয় তথ্য (যেমন: উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ) না থাকা এবং অনুমোদনহীন ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

অভিযানকালে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে সব ধরনের প্রয়োজনীয় আইন মেনে চলা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল করিম, জেলা বিশেষ টাস্কফোর্স এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম অভিযানে সহায়তা করে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন বিধানসম্বলিত লিফলেটও বিতরণ করা হয়।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

- মশি উদ দৌলা রুবেল, ফেনী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...