Logo Logo

দেশ প্রস্তুত নির্বাচনের জন্য, বিভ্রান্তির সুযোগ নেই : প্রেস সচিব


Splash Image

সারাদেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়া কেউ ব্যাহত করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, “যে যত কথাই বলুক, দেশে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”


বিজ্ঞাপন


শুক্রবার সকাল ৯টায় নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

‎প্রেস সচিব আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে এবং তারা মাঠে প্রচারণা শুরু করেছে। এ সময়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতে কোনো ফল হবে না। তিনি অভিযোগ করে বলেন, “যারা আজ বিভ্রান্তি ছড়াচ্ছে, তারাই অতীতে ফ্যাসিস্ট সরকারের সময় নানা সুযোগ-সুবিধা ভোগ করেছে।”

‎সাংবাদিকদের পেশাগত অবস্থার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আমি নিজেও এক সময় সাংবাদিকতা করেছি। সাংবাদিকতার ক্ষেত্রে ডিগ্রি বড় বিষয় নয়, প্রয়োজন পেশার প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধ। জেলা ও উপজেলা পর্যায়ের অনেক সাংবাদিক নিয়মিত বেতন-ভাতা পান না, অথচ সংবাদপত্র ও টেলিভিশন মালিকরা সাংবাদিকদের অধিকার নিয়ে বড় বড় কথা বলেন। সাংবাদিকদের উচিত নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া।”

‎দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আগে সমাজে কিছু মানুষ মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করত, এখন তা অনেক কমে এসেছে।

‎সীমান্ত এলাকায় চোরাচালান প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান আগের তুলনায় অনেক কমে গেছে।”

‎মতবিনিময় সভায় নেত্রকোনার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুশ শাহাদাৎ নাজু, সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, এম. মুখলেছুর রহমান খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...