বিজ্ঞাপন
শুক্রবার (৭ নভেম্বর) রাঙ্গমাটির রাঙ্গাপানিস্থ কান্ত চাকমা স্মৃতি খেলার মাঠে মাসব্যাপী আয়োজিত ফাইনাল খেলায় রাইংখ্যাং একাদশ বিলাইছড়ি ও বরগাঙ কিংস অংশগ্রহণ করে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাকর খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ পুরো সময় জুরে কোন পক্ষই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। তাই খেলা গোল শূণ্য ড্র হওয়ায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ।
ট্রাইবেকারে ৪-২ গোল ব্যবধানে রাইংখ্যাং একাদশ বিলাইছড়ি বরগাঙ কিংসকে পরাজিত করে। রাইখ্যাং একাদশের গোলরক্ষক জনি মারমা প্রতিপক্ষের ২জন খেলোয়ারের বল টেকিয়ে দিয়ে জয় নিশ্চিত করে। টুর্ণামেন্টের সেরা গোলদাতা, সেরা গোলকিপার ও ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন রাইখ্যাং একাদশ বিলাইছড়ির তিন ফুটবলার অজান্ত চাকমা, জনি মারমা ও সমরজয় তঞ্চঙ্গ্যা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড প্রদান করা হয় রংখ্রেডং একাদশকে।
সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গমাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক জুয়েল চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
প্রসঙ্গগত, গত ২৬ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্ণামেন্টের খেলা শুরু হয়। এবারসহ তৃতীয় বারের মত ড. রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়। এবং টুর্ণামেন্টে রাঙ্গমাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকে মোট ২৪ দল অংশগ্রহণ করে। এবারসহ রাইখ্যাং একাদশ বিলাইছড়ি পর পর দুটি আসরে চ্যাম্পিয়ন হলো।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...