Logo Logo

চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত


Splash Image

নোয়াখালীর চাটখিলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে উদযাপিত হয়েছে।


বিজ্ঞাপন


শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র‍্যালি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান রানা এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তার বক্তব্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি শিক্ষা ও অর্থনৈতিক খাতের উন্নয়নসহ দলের ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, “দেশকে একটি গণতান্ত্রিক, ন্যায়ের ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।”

আলোচনা সভা শেষে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাটখিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনিতাশ পেট্রোল পাম্পের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল আরেফিন শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ, শাহাজান খান সাজু, জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, চাটখিল মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শাওন প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...