Logo Logo

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাল্টাপাল্টি কর্মসূচি, প্রার্থী ঘোষণার পরও মিটেনি বিরোধ


Splash Image

দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচির ছবি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির রাজনীতিতে তীব্র বিভাজন দেখা দিয়েছে। মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে চার মনোনয়নপ্রত্যাশীর স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (৭ নভেম্বর) নালিতাবাড়ী পৌর শহরের চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর পরিবর্তে ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়ার দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরল আমীন এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিন। সভায় বক্তব্য রাখেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের প্রতিনিধিত্বকারী নেতাকর্মীরা।

মনোনয়ন বঞ্চিতরা হলেন— বিএনপি নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক তারা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস খান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, “ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী গত ১৭ বছর ধরে নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। আওয়ামী শাসনামলে বিএনপির স্থানীয় নেতারা মামলা-হামলার ভেতর দিয়ে জীবন পার করলেও তিনি পাশে দাঁড়াননি বা খোঁজও নেননি।”

তারা আরও বলেন, “দলের দুর্দিনে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন না করে হঠাৎ করেই একজন অনুপস্থিত নেতাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।”

অভিযোগকারীরা জানান, ফাহিম চৌধুরী গত ৫ আগস্টের পর হঠাৎ নির্বাচনী মাঠে নামেন। ফলে কেন্দ্রীয় বিএনপি যদি মাঠের ত্যাগী নেতাদের অবদান বিবেচনা করে মনোনয়ন পরিবর্তন না করে, তবে এই আসনে ধানের শীষের বিজয় ঝুঁকিতে পড়বে। তারা বলেন, “ত্যাগী নেতাদের মূল্যায়ন করলেই নকলা-নালিতাবাড়ী আসন থেকে বিএনপি জয়ী হয়ে এমপি উপহার দিতে পারবে।”

অন্যদিকে, বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তারা কাকে নিয়ে প্রোগ্রাম করছে, তা আমরা জানি না। তবে আমি সবাইকে আহ্বান করছি এখন থেকে দলের হয়ে ধানের শীষের পাশে কাজ করার।”

অনুসন্ধানে জানা গেছে, চার মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে এখনো ফাহিম চৌধুরীর কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নালিতাবাড়ীতে পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...