বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মাঠে জেলা বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্য খাতকে চরম অব্যবস্থাপনার মধ্যে ফেলেছিল। সরকারি হাসপাতালগুলোকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। সেখানে ওষুধ সংকট, চিকিৎসক সংকট এবং চিকিৎসাসেবায় অনিয়ম-দুর্নীতি সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলেছিল। আমরা আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারলে এই হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করব। এমন কোনো কাজ করবো না যাতে মানুষ কষ্ট পায়। প্রান্তিক পর্যায়ের মানুষ যেন সঠিকভাবে চিকিৎসাসেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ড্যাবের সভাপতি ডা. মো. মকবুল হোসেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি ও সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মিজবাহ উদ্দীন চৌধুরী, জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পি বি রায় সুপ্রিয়া, ড্যাব জেলা সহ-সভাপতি ডা. রাহিমা খাতুন শেফালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যখাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা না হলে জনগণের ভোগান্তি আরও বাড়বে।
তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল রাজনৈতিক ঐক্যের নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠারও প্রতীক। তাই আজকের দিনে আমরা অঙ্গীকার করছি—স্বাস্থ্যব্যবস্থা যেন জনগণের মৌলিক অধিকারে পরিণত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...