বিজ্ঞাপন
শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী হঠাৎ মশাল মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন— আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তারা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ওসি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...