Logo Logo

নেত্রকোনায় গভীর রাতে মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক


Splash Image

নেত্রকোনায় গভীর রাতে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী হঠাৎ মশাল মিছিল বের করলে পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলেন— আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তারা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...