Logo Logo

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী গেট ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনী প্রচারণায় বাধা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তার প্রচারণার ব্যানার, ফেস্টুন ও গেট ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কর্মী-সমর্থকরা। এর প্রতিবাদে শনিবার সকালে ঝাড়ু মিছিল করেছেন তারা।


বিজ্ঞাপন


‘ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই মিছিলটি চরভদ্রাসন উপজেলার এমপিডাঙ্গী এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই মিছিলে শতাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

মিছিল শেষে উপস্থিত কর্মীরা অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে থেকেই প্রভাব বিস্তারের লক্ষ্যে প্রতিপক্ষরা স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

স্বতন্ত্র প্রার্থী মুফতি রায়হান জামিল বলেন, “অন্যান্য প্রার্থীরা বিভিন্ন এলাকা থেকে এসে ফরিদপুর-৪ আসনে নির্বাচন করছেন। অথচ আমি এই আসনেরই সন্তান হয়েও আমার নির্বাচনী কর্মকাণ্ডে নানা বাধার সম্মুখীন হচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী। তাই অন্যায় ও ভাঙচুরের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশের জন্য অশনিসংকেত। তারা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...