Logo Logo

নবীনগরে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর-২৪৭) সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবিতে রবিবার (৯ নভেম্বর) দুপুরে নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কে বাঙ্গুরা বাজার পর্যন্ত ১২ কিলোমিটারজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


পূর্ব ঘোষিত এ মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা। খণ্ড খণ্ডভাবে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

বক্তারা বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনপ্রাপ্ত নেতা হিসেবে কাজী নাজমুল হোসেন তাপসই এ আসনে ধানের শীষ প্রতীকে সবচেয়ে যোগ্য প্রার্থী। তাই কেন্দ্রীয় বিএনপির কাছে তারা মনোনয়ন পরিবর্তন করে তাপসকে প্রার্থী করার আহ্বান জানান।

বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি এই মানববন্ধনের পরও মনোনয়ন পরিবর্তন না হয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

প্রতিবেদক- মোহাম্মদ আবু সুফী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...