বিজ্ঞাপন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতেই এই জনসভা অনুষ্ঠিত হয়।
বিকেলবেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলের ঢল নামে সভাস্থলে। ব্যানার–ফেস্টুন, স্লোগান এবং জনসমাগমে পুরো মাঠ প্রাঙ্গণ লোকজনে ঠাসা হয়ে যায়। এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ বিএনপির এমপি পদপ্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বর্তমান সরকারের অব্যাহত দুর্নীতি, ভয়-ভীতি, গুম–খুন, মানুষের ভোটাধিকার হরণ এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশ আজ চরম সংকটে। জনগণের ন্যায্য অধিকার, স্বাধীন বিচারব্যবস্থা এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার বাস্তবায়ন করা সময়ের দাবি।
তিনি আরও বলেন, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার। রাস্তা-ঘাট, স্বাস্থ্যসেবা, নদীভাঙন রক্ষা, কৃষি সহায়তা, শিক্ষাখাতে উন্নয়ন—সবখানেই অবহেলা দৃশ্যমান। জনগণ পরিবর্তন চায় এবং বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।
সভায় জেলা ও উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে না। তারা অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।
সভা শেষে বিশাল মিছিল বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারী, যুবক এবং নতুন ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...