ছবি: সংগৃহীত।।
বিজ্ঞাপন
বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে বলা হয়, আসন পুনর্নির্ধারণ সংক্রান্ত ইসির সিদ্ধান্ত আইন ও সংবিধানের পরিপন্থী। ফলে বাগেরহাটের পূর্বের চারটি আসন—বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩ ও বাগেরহাট-৪—আগের মতোই বহাল থাকবে। এ রায়ের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি আসন থেকেই প্রার্থী মনোনয়ন ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...