Logo Logo

সরাইলে মুক্তিযোদ্ধাদের স্মরণে বধ্যভূমিতে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধন


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ এলাকায় শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশের ঐতিহাসিক ধর্মতীর্থ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া, মুক্তিযোদ্ধা আসব আলীর সন্তান ও সাংস্কৃতিক কর্মী শাহিনুর মৃধা এবং শহিদ মুক্তিযোদ্ধা আবদুল এর পরিবারের সদস্য ও সাংবাদিক মোহাম্মদ মাসুদ।

উপস্থিত অতিথিরা শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ধর্মতীর্থ বধ্যভূমিকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে সংরক্ষণের আহ্বান জানান।

১৯৭১ সালের ৬ অক্টোবর সরাইল থানা শান্তি কমিটির আহ্বায়ক ও মুসলিম লীগ নেতা আবদুল মন্নাফ ঠাকুর তাঁর দোসর পাকিস্তানি সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রহমান খানসহ কয়েকজন সেনাকে কালিকচ্ছ বাজারের উত্তর পাশে মুক্তিযোদ্ধারা হত্যা করে তাদের অস্ত্রশস্ত্র কেড়ে নেন।

এর প্রতিশোধ নিতে একই বছরের ১৮ অক্টোবর পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকারদের সহযোগিতায় ধর্মতীর্থ এলাকায় ৪৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। পরে মুক্তিযোদ্ধারা স্থানটি চিহ্নিত করে “ধর্মতীর্থ নৌঘাট বধ্যভূমি” নামে নামকরণ করেন।

এই বধ্যভূমি এখন মুক্তিযুদ্ধের স্মৃতি ও বীর শহিদদের আত্মত্যাগের প্রতীক হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ইতিহাসের সাক্ষী হয়ে আছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...