Logo Logo

নির্বাচনে পোস্টার ব্যবহার করা যাবে না


Splash Image

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে কোনও প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। এমনকি দলের পক্ষ থেকেও কোনও প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না।


বিজ্ঞাপন


সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কী কী করতে পারবেন, আর কী কী করতে পারবেন না, তা উল্লেখ রয়েছে এই সংশোধিত বিধিমালায়। এতে অনলাইনে ভোটের প্রচারের বিধান রাখা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকছে ইসির।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...