Logo Logo

চাটখিলে ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী ববিতা ও তার সহযোগী গ্রেফতার


Splash Image

নোয়াখালীর চাটখিলে বিশেষ অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ‘মাদক সম্রাজ্ঞী’ ববিতা আক্তার ও তার সহযোগী তামান্না আক্তার শারমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


চাটখিল থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল থানা পুলিশের একটি টিম উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের ঠাকুরবাড়ির সামনে পাকা রাস্তার মাথায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—চাটখিল পৌরসভার ভীমপুর বেদে পল্লীর আরিফুর রহমানের স্ত্রী ববিতা আক্তার (৩০) ও একই এলাকার খোরশেদ আলমের মেয়ে তামান্না আক্তার শারমিন (২০)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা পুলিশ সদস্য এসআই আবদুল মান্নান জব্দ তালিকা মূলে জব্দ করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ববিতা আক্তার ও তার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে এর আগে চাটখিল থানায় মাদক ও চুরির চারটি মামলা রয়েছে। “মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান চলমান রয়েছে, মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...