বিজ্ঞাপন
তারা বলেন, পরিবার ও রাষ্ট্রকে এই ক্ষতি থেকে রক্ষা করতে হলে নিরাপদ অভিবাসন প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে হবে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফরিদপুর শহরের একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রাইটস যশোর’।
অনুষ্ঠানে জানানো হয়, ‘সিনেমা আঙিনা’ নামের একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।
রাইটস যশোরের কর্মকর্তারা জানান, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের আওতায় ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ২০০ জন নিয়মিত বিদেশগমনেচ্ছুকে তথ্যগত সহায়তা, প্রশিক্ষণ ও আটকে পড়া অভিবাসীদের উদ্ধারে সহায়তা করা হবে। একই সঙ্গে ৬০ জন বিদেশগমনেচ্ছুকে প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে দেশেই স্বাবলম্বী করে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা প্রদীপ দত্ত বলেন, “ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলে অবৈধ পথে বিদেশ যাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। এসব মানুষ সঠিক নিয়ম না জানায় প্রতারণা, হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অনেকে সর্বস্ব হারাচ্ছেন। এই প্রকল্পের লক্ষ্য তরুণ প্রজন্মকে অনিরাপদ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ অভিবাসনের সঠিক তথ্য সরবরাহ করে তাদের জ্ঞান ও দক্ষতা বাড়ানো।”
সংস্থাটির নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, “বেঁচে থাকার জন্য স্বাবলম্বী হওয়াই মূল বিষয়। ২০ লাখ টাকা খরচ করে প্রতারণার শিকার হওয়ার চেয়ে দেশেই পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে একজন মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারেন। আমরা তাদের সেই দক্ষতা অর্জনে সহায়তা করব।”
সভায় উপস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর প্রতিনিধি অমল বিশ্বাস বলেন, “সোশ্যাল মিডিয়া ও অন্যের প্ররোচনায় অনেকেই প্রবাসে গিয়ে বিপদে পড়েন। বিশেষ করে ইতালিতে যেতে লিবিয়া হয়ে ট্রানজিট নেওয়ার সময়ই তারা প্রতারণা ও নির্যাতনের শিকার হন। এই সমস্যার সমাধানে আইওএম কাজ করছে এবং রাইটস যশোরের সঙ্গে যৌথভাবে সহায়তা দেবে।”
সভায় আরও বক্তব্য দেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপনসহ স্থানীয় সংবাদকর্মীরা।
বক্তারা অভিমত দেন, নিরাপদ অভিবাসনের বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসন, সংবাদমাধ্যম ও বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...