Logo Logo

রাজাপুরে সাংবাদিকদের সঙ্গে হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহীম আল হাদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহীম আল হাদী রাজাপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


বিজ্ঞাপন


সোমবার (১০ নভেম্বর) রাতে রাজাপুরের পুরাতন জেলখানা এলাকার একটি ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাফেজ ক্বারী মাওলানা ইব্রাহীম আল হাদী বলেন, “জনগণের ভোটের অধিকার সুরক্ষিত রাখা ও শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনমুখী রাজনীতিতে অংশ নিচ্ছে। উন্নয়ন, ন্যায়বিচার ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য জনগণকে সচেতন হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আমি এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সহসভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা বায়েজিদ হক ফরাজী, নির্বাচন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ক্বারী তাওহিদুল ইসলামসহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা দেশের রাজনীতিতে সুশাসন, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। পাশাপাশি ঝালকাঠি-১ আসনের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে দলটির প্রতিশ্রুতিও ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...