Logo Logo

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


Splash Image

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার সদস্যরা বরগুনার পাথরঘাটা থানাধীন রায়হানপুর মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।


বিজ্ঞাপন


কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা (আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা) ও নগদ ২ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় উপজেলার রায়হানপুর ইউনিয়নের যুবদল নেতা ইব্রাহিম খলিল ও নাজমুল হাসান নয়নের সহযোগিতায় কোস্ট গার্ড সদস্যরা সফলভাবে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট (বিএন) মোঃ আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন— মঠবাড়িয়া উপজেলার হোতখালি এলাকার বিরু তালুকদারের ছেলে মো. নিলয় তালুকদার (২১) এবং পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের জাকির সিকদারের ছেলে মো. সাকিব সিকদার (২৪)।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত মাদক ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রায়হানপুর ইউনিয়ন যুবদল নেতা ইব্রাহিম খলিল বলেন, “মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই। তবে একই সঙ্গে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে এ অভিশাপ দূর করা সম্ভব হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে যেখানেই এমন তথ্য পাওয়া যাবে, সেখানেই আমরা উপস্থিত হয়ে রুখে দেওয়ার চেষ্টা করব।”

কোস্ট গার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...