বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, আইনজীবী, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত বিষয়ে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে তারা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবেন। এটি সংস্কৃতি ও শিক্ষার বিকাশে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে।
বক্তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সুরের ঐতিহ্যের কেন্দ্র—সুরসম্রাট আলাউদ্দিন খানের হাত ধরে এই মাটিতে সঙ্গীতচর্চার সূচনা হয়েছিল। সেই ঐতিহ্য ধরে রাখতে ও কোমলমতি শিশুদের মননশীলতা বিকাশে প্রাথমিক স্তরে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষা অপরিহার্য।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি এডভোকেট আবদুন নুর সরকার বলেন, “একটি মানবিক ও সৃজনশীল সমাজ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক থাকা জরুরি। সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি এডভোকেট আবদুন নুর এবং সঞ্চালনা করেন ফাহিম মুনতাসির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, উদীচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা আহমেদ হোসেন, সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি মানবর্ধন পাল, সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য একাডেমির জামিলুর রহমান, আইনজীবী অসীম কুমার বর্দ্ধন, সুলতান সঙ্গীত নিকেতন কর্ণধার দেবাশীষ দেবু, জেলা খেলাঘর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কবির কলম সভাপতি হুমায়ুন কবির, সোনালী সকাল সংগঠনের বশির আহমেদ ও তাওসিদ আলম তাজিম প্রমুখ।
বক্তারা অবিলম্বে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা বিষয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালুর দাবি জানান।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট সরকার প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রেখে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। তবে ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...