Logo Logo

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় কলম বিরতিসহ নানা কর্মসূচি


Splash Image

শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীকে মারধরের পঞ্চম দিন পেরুলেও হামলার মূলহোতা ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুমকে গ্রেফতার না করায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছেন।


বিজ্ঞাপন


নভেম্বর (১১ মঙ্গলবার) সকালে কলম বিরতিতে অংশ নেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিয়া ইয়াসমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপ সহকারী কর্মকর্তা এমএ সামাদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিমসহ আরও অনেকে।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা বলেন, "উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন মেহেদীর উপর বর্বরোচিত হামলার পঞ্চম দিন পেরুলেও মূলহোতা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে কেন গ্রেফতার করা হচ্ছে না। অনতিবিলম্বে কাইয়ুমকে গ্রেফতার না করা হলে আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে।"

নকলা উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মসূচি তিন ধাপে পরিচালনা করবেন। প্রথম ধাপে ১১ নভেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কলম বিরতি, এরপর ১২ নভেম্বর অবস্থান কর্মসূচি এবং ১৩ নভেম্বর মানববন্ধন অনুষ্ঠিত হবে।

তারা জানান, মূলহোতাকে গ্রেফতার না করা হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...