Logo Logo

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী'র ইন্তেকাল


Splash Image

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং কারীমপুর দরবার শরীফের পীর, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল উলামা আল্লামা হযরত মাওলানা নুরুল হুদা ফয়েজী হুজুর ইন্তেকাল করেছেন। এই দুঃসংবাদ নিশ্চিত করেছে তাঁর পরিবারের সূত্র।


বিজ্ঞাপন


ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজাপুরের গালুয়ায় নিজ বাড়িতে অসুস্থ্য হয়ে পড়েন তিনি। স্বজনরা তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মাওলানা নুরুল হুদা ফয়েজীর ইন্তেকালে চরমোনাই পীর ও আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ রেজাউল করীম, নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলীয় মনোনীত দাড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে দলীয় মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহিম আল হাদী, রাজাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির হোসাইন, সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা বায়েজিদ হক ফরাজীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক প্রকাশ করেছেন।

মাওলানা নুরুল হুদা ফয়েজী হুজুর ছিলেন ধর্ম, শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে বহু বছরের অবদান রাখার পাশাপাশি ইসলামী আন্দোলনের সংগঠন ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে স্থানীয় সমাজে শূন্যতার অনুভূতি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...