Logo Logo

পাথরঘাটায় টেকসই মৎস্যসম্পদ উন্নয়নের দাবি


Splash Image

টেকসই মৎস্যসম্পদ উন্নয়ন, মৎস্যসম্পদ রক্ষা, প্রকৃত নারী জেলেদের নিবন্ধনের আওতায় আনা এবং অবৈধ চরগড়া ও বেহুন্দী জাল বন্ধসহ নানা ইস্যুতে পাথরঘাটায় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস (CNRS)-এর ফিসনেট প্রকল্পের আওতায় মঙ্গলবার (১১ নভেম্বর) পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে বহুঅংশজনীয় মৎস্যজীবী নেটওয়ার্কের সদস্যসহ মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএনআরএস-এর ফিসনেট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ সিদ্দিকী, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে এবং উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন।

সভায় উপকূলীয় এলাকার জেলে, মৎস্যজীবী নেটওয়ার্ক এবং ফেডারেশনের প্রতিনিধিরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—

* অবৈধ চরগড়া ও বেহুন্দী জাল ব্যবহার বন্ধে কার্যকর অভিযান পরিচালনা,

* প্রকৃত নারী জেলেদের নিবন্ধনের আওতায় আনা,

* নদী ও খাল ভরাট ও দূষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

বক্তারা বলেন, অবৈধ জাল ব্যবহার বন্ধ না হলে টেকসই মৎস্যসম্পদ রক্ষা করা সম্ভব নয়।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক জানান, সম্প্রতি সাগর মোহনার লালদিয়া এলাকায় নতুন চর পড়েছে। এটি ড্রেজিং করে পরিষ্কার করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এছাড়া নদীতে স্থায়ীভাবে খুঁটি পুঁতে মাছ শিকার ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...