Logo Logo

কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো তাসমিয়া (৭) এবং তাইবা (২)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১টায় তাসমিয়াকে এবং সকাল সোয়া ১০টায় তাইবাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

জানা যায়, তাসমিয়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের মো. রুহুল আমিন আকনের মেয়ে।

স্থানীয়রা জানান, বাড়ির সবাই অগোচরে গোসল করতে গিয়ে তাসমিয়া পানিতে পড়ে ডুবে যায়।

অপরদিকে, তাইবা বালিয়াতলী ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামের নূর হোসেনের মেয়ে। সে পুকুর পাড়ে খেলতে গিয়ে এই দূর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনার পরে পরিবার ও গ্রামবাসী দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করেন, তবে তা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় প্রশাসন এই ঘটনায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিবারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...